Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
  •  

সিটিজেন চার্টার

 

এলজিইডি,সুনামগঞ্জ ।

          

            চার্টারহল জনগনের সেবাপাওয়ার অধিকারের লিখিত সনদ। এর মাধ্যমে জনসাধারনের আশাআকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে বিদ্যমান সেবাসমূহের মান উন্নয়নের সুযোগ সৃষ্টিহয়। সিটিজেন চার্টারের মাধ্যমে সেব গ্রহণকারিদেও যথাসময়ে সেবা প্রদাননিশ্চিতকরা হয়। সেব প্রদানকারী কর্তৃপক্ষের কর্মকান্ডেরস্বচ্ছতা,জবাবদিহিতা ও প্রশাসনের গতিশিলতা বৃদ্ধি পায়। সিটিজেন চার্টারেরমাধ্যমে সেবা গ্রহণকারী ও প্রদানকারীর মধ্যে পারস্পারিক আস্থা বৃদ্ধি পায়।

 

এলজিইডি -এর মূখ্য দায়িত্ববলীঃ-

 

  • ►     সুনামগঞ্জজেলার উপজেলা ও ইউনিয়ন সড়ক/গ্রামীণ সড়ক উন্নয়ন ও রক্ষনাবেক্ষনের জন্য এলজিইডির উপজেলা ও জেলা দপ্তর দায়িত্বপ্রাপ্ত।

►     জেলার সকল  উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক, গ্রামীণ সড়ক, গ্রোথ সেন্টার, গ্রামীণ হাটবাজার, প্রাথমিক বিদ্হ অন্যান্য অবকাঠামোর তথ্যাদি সহ Up-Date RSDMSএবং প্রতিটি উপজেলা ম্যাপ অত্র দপ্তরে সংরক্ষিত রয়েছে। ফলে বর্ণিত তিন শ্রেনীর সড়ক, সড়কস্থিত অবকাঠামোর তথ্যাদি ও ম্যাপ সমন্ধে অবগত হওয়া ও বিধি অনুযায়ী তথ্যাদি সংগ্রহ করার সুযোগ এ দপ্তরে রয়েছে।

►     এলজিইডি গ্রোথ-সেন্টার, গ্রামীন হাট-বাজার, সরকারী ও রেজিষ্টার্ডবে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, ক্ষুদ্রাকার পানি সম্পদ অবকাঠামো উন্নয়ন, ইউপি কমপ্লেক্স ভবন নির্মান করে থাকে।

►     এখানে সকল প্রকার উন্নয়নমূলক কাজের দরপত্র আহবান ও ৪(চার) কোটি টাকা পর্যন্ত মূল্য মানের কাজের দরপত্র মূল্যায়ন করা হয়।

►    সকল ধরনের উন্নয়ন কার্যক্রম একটি সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ ও জনপ্রতিনিধিদের পরামর্শ মোতাবেক গ্রহন ও বাস্তবায়ন করা হয়।

►     বর্তমানে চলমান সকল কাজের তালিকা বা আগামী পরিকল্পনা অত্র জেলার নির্বাহী প্রকৌশলীর কাযv©লয়ে অথবা ১১টি উপজেলায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করে জানা যাবে।

►     তথ্য অধিকার আইনের আওতায় জনাব মোঃ ইব্রাহিম মিয়া (মোবাইল নং-01717540459) সিনিয়র সহকারী প্রকৌশলী,এইঅফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তাহিসাবে মনোনীত। তথ্য অধিকার আইনের আওতায় জনগণের যে কোন পªয়োজনীয় তথ্য বিধি অনুযায়ী পাওয়ার জন্য সরাসরি তাহার সহিত যোগাযোগ করা যাবে।

►    পল্লী ও নগরঅবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, বাসত্মবায়ন ও পরিবীক্ষণ।

►       পল্লী অবকাঠামো রক্ষণাবেক্ষণ;

►      গ্রাথসেন্টার/ হাটবাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষন,

►        ইউনিয়ন, উপজেলা, জেলা ও পৌরসভাকে কারিগরী সহায়তা প্রদান;

►        ইউনিয়ন, উপজেলা, ওপৌরসভা পস্নানবুক, ম্যাপিং ও সড়ক এবং সামাজিক

            অবকাঠামোর ডাটাবেজপ্রস্ত্ততকরন;

►        ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন পরিকল্পনা, বাসত্মবায়ন ও পরিবীক্ষন;

►        বিভিন্ন মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়ন কর্মসূচি বাসত্মবায়ন ও পরিবীক্ষন;

►    জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিকদল সমূহের সংশিস্নষ্ট উন্নয়ন  

            কর্মকান্ডে প্রশিক্ষন;

►   সকল প্রকার উন্নয়ণ কার্যক্রমবাস্তবায়নেসকলের সহযোগীতা একান্তভাবে কাম্য।

 

 

নির্বাহী প্রকৌশলী

এলজিইডি, সুনামগঞ্জ।

 

Web portal developed by : Md. S-Rahman Sayeed, Sub-Assistant Engineer, LGED, Sunamganj, email : sayeed.lged2005@gmail.com, mobile : 01730923369